সারা বিশ্বে করোনা ভাইরাস এক মহামারিতে পরিনত হয়েছে। গ্রাম অঞ্চলে দিন আনে দিন খাওয়া মানুষ গুলো কাজ হারিয়েছে। যেটুকু অর্থ সঞ্চয় ছিল সেটাও ফুরিয়ে গিয়েছে প্রায়। সংসার চালাতে হিম ইউসিম খাচ্ছে গ্রামের দুঃস্থ পরিবারগুলো। এই পরিস্…
সারা বিশ্বে করোনা ভাইরাস এক মহামারিতে পরিনত হয়েছে। গ্রাম অঞ্চলে দিন আনে দিন খাওয়া মানুষ গুলো কাজ হারিয়েছে। যেটুকু অর্থ সঞ্চয় ছিল সেটাও ফুরিয়ে গিয়েছে প্রায়। সংসার চালাতে হিম ইউসিম খাচ্ছে গ্রামের দুঃস্থ পরিবারগুলো। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো নন্দ কুমার গিরিধারী, কৃষ্ণ, নিমাই, অভিজিৎ, মঙ্গল, শ্রীকৃষ্ণরা।
গিরিধারী মধ্যবিত্ত পরিবারে সন্তান ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাশ করে বেকারত্ব ফলে বাড়িতে বসে আছে। কৃষ্ণ দরিদ্র পরিবারের সন্তান হয়েও সমাজ সেবা তার জীবনের লক্ষ্য। নিমাইও দরিদ্র পরিবারের ছেলে হয়েও সরকারি চাকরি এপার্টমেন্ট লেটার পেয়েও লকডাউন হয়ে যাওয়ার ফলে জয়েনিং লেটার আশায় রয়েছে। অভিজিৎ সিভিক ভেলেন্টিয়ার কাজে কর্মরত। মঙ্গল আইনি পেশায় যুক্ত। তারা নিজেদের জমানো অর্থ ও গ্রামের ধনী ব্যাক্তিদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চেয়ে এলাকায় 40টি অসহায় দুঃস্থ পরিবার গুলো হাতে 4কেজি চাল, 500ডাল, 3কেজি আলু, 500তেল, সয়াবিন আর সাবান তাদের হাতে তুলে দেন।
তাদের পরবর্তী উদ্যোগ করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক প্রচারে দেওয়াল ও রাস্তায় লিখন, এবং বাড়ি বাড়ি প্রচার। কৃষ্ণ বলেন, আমরা অসহায় মানুষদের পাশে আছি, থাকব। তিনি আরো বলেন, এই এলাকার মানুষজনদের প্রধান জীবিকা পান চাষে উপর। লকডাউন হয়ে যাওয়ার ফলে পান বিক্রি করতে পারছে না। এছাড়াও দিন আনে দিন খাওয়া মানুষ গুলো কাজ হারিয়ে বাড়িতে বসে আছে। তাই চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষজন।এই মহামারি পরিস্থিতিতে আপনিও আপনার এলাকার দুঃস্থ পরিবারের পাশে থাকুন ওনাদের সাহায্য করুন।
No comments