হলদিয়ার ভাগ্যবন্তপুর নবারুন সংঘ ক্লাবের সহযোগিতায় ১০০ অসহায় দুঃস্থ মানুষকে জাতি,ধর্ম, বর্ণ , নির্বিশেষে এই লকডাউন মুহূর্তে কিছুটা খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং এই ক্লাবকে নিয়ে আমরা খুবই গর্বিত। আমরা চেষ্টা …
হলদিয়ার ভাগ্যবন্তপুর নবারুন সংঘ ক্লাবের সহযোগিতায় ১০০ অসহায় দুঃস্থ মানুষকে জাতি,ধর্ম, বর্ণ , নির্বিশেষে এই লকডাউন মুহূর্তে কিছুটা খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং এই ক্লাবকে নিয়ে আমরা খুবই গর্বিত। আমরা চেষ্টা করবো আগামীতে আরো ভালো কিছু উদ্যোগ যেন নিতে পারি। উপস্থিত ছিলেন পৌর পারিষদ স্বপন নস্কর মহাশয়, শিক্ষক মহিতোষ দাস, এবং সুদীপ মন্ডল, শুভ মন্ডল, দীপঙ্কর মন্ডল প্রমুখ ক্লাব সদস্যবৃন্দ। কয়েকদিনের খাদ্য সামগ্রী পেয়ে মানুষের মুখের হাসির ঝিলিক ফুটে উঠেছে। স্বপনবাবু বলেন ---- "সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে"
এই বাণীকে পাথেয় করে যেন আমাদের পথ চলতে থাকে। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন আপনি বাড়িতে থাকলে পুরো দেশ এই যুদ্ধে জয়ী হয়ে উঠবে।
No comments