Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিক্ষোভ এগরায় রেশনে বেনিয়মের অভিযোগে

রেশনে বেনিয়মের অভিযোগ, বিক্ষোভ এগরায়! পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ করোনা আবহে রেশন দোকানে বেনিয়মের অভিযোগ রণক্ষেত্র চেহারা নিল পূর্ব মেদিনীপুরের এগরায়।দোকানের মালিককে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রাহকেরা।কিছুক্ষণ পরে খবর পেয়ে ঘটনাস্থলে এগরা …




রেশনে বেনিয়মের অভিযোগ, বিক্ষোভ এগরায়! পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ করোনা আবহে রেশন দোকানে বেনিয়মের অভিযোগ রণক্ষেত্র চেহারা নিল পূর্ব মেদিনীপুরের এগরায়।দোকানের মালিককে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রাহকেরা।কিছুক্ষণ পরে খবর পেয়ে ঘটনাস্থলে এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার সুত্রপাত বুধবার বিকেলে।স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেল এগরা পুরসভা ১২ নম্বর ওয়ার্ডের কসবা এগরায় রেশন দোকানে লাইন দেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, বরাবরের মতোই এ দিনও বরাদ্দ সামগ্রী থেকে নির্দিষ্ট অংশ কেটে তা স্থানীয়দের দেওয়া হচ্ছিল।এই পরিস্থিতিতে কেন বরাদ্দের তুলমায় কম সামগ্রী দেওয়া হচ্ছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।রেশন ডিলার ও তাঁর সহযোগী কর্মচারীদের উপর চড়াও হন স্থানীয়রা।তবে স্থানীয় বাসিন্দা শেখ আকতারের অভিযোগ, মঙ্গলবার রাতেই শহরে রেশনের চাল, ডাল, আটা, গম এসেছে।কিন্তু তা সরিয়ে দিয়েছে ডিলার সমর কুমার গিরি।তবে অতীতে ডিলার সমর গিরির বিরুদ্ধে রেশন চুরি করার নানাবিধ অভিযোগ রয়েছে।কিন্তু অভিযুক্ত রেশন ডিলার সমর কুমার গিরি এ প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি। এ দিন ওই রেশন দোকানে প্রচুর লাইন।সামাল দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।কিন্তু বেনিয়মের ছবি প্রকাশ্যে এসেছে।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস এদিনের ঘটনা প্রসঙ্গে বলেন, যদি কেউ লকডাউনের নিয়ম না মানেন সে যে দলেরই হন, তাঁকে শাস্তি পেতে হবে।তবে এসবের পাশাপাশি উঠে আসছে নাগরিকদের দায়িত্বজ্ঞানহীনতারও নিদর্শনও।রাজ্যে তথা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতেও লকডাউনের এক সপ্তাহ পরেও বাজারে মানুষের ভীড়।অধিকাংশ ক্ষেত্রেই সোশ্যাল ডিসট্যান্সিং- এর বালাই না করেই চলছে বিকিকিনি।কতদিনে সচেতন হবে মানুষ, এখন প্রশ্ন এটাই। ভিডিও দেখতে ক্লিক করুন।



No comments