Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক ডাউনরাতের অন্ধকারে মান্দারমনিতে হোটেলের ছাদ ঢালাই

পুর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মান্দারমনিতে লক ডাউনের মধ্যেই প্রাশাসনের নাকের ডোগায় বসে হোটেল কর্তৃপক্ষ তাদের ছাদ ঢালাইয়ের কাজ করলো রাতের অন্ধকারে।এলাকাবাসীর অভিযোগ স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোন লাভ হয়নি।এই বিষয়ে জানতে স্থানীয় …






পুর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মান্দারমনিতে লক ডাউনের মধ্যেই প্রাশাসনের নাকের ডোগায় বসে হোটেল কর্তৃপক্ষ তাদের ছাদ ঢালাইয়ের কাজ করলো রাতের অন্ধকারে।এলাকাবাসীর অভিযোগ স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোন লাভ হয়নি।এই বিষয়ে জানতে স্থানীয় কালিন্দী পঞ্চায়েতের প্রধান স্বপন দাসকে বারবার ফোন করেও যোগাযোগ করা যায়নি।

করোনার সংক্রমন ঠেকাতে সারা দেশ জুড়ে আগামী ১৪ এপ্রিল  লক ডাউন চলবে।তাই সমস্ত দোকান বন্ধ,বাস-ট্রেন চলাচল বন্ধ ।বন্ধ করা হয়েছে জমায়েত।তার মধ্যেই পুর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকের কালিন্দী পঞ্চায়েতের মান্দারমনিতে শেরি বেঙ্গল নামে একটা হোটেলে গত দুই-তিন দিন ধরে রাতের অন্ধকারে লাইট জ্বেলে হোটেলের ছাদ ঢালাইয়ের কাজ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।তবে তাঁদের আরো  অভিযোগ স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি।এই বিষয়ে মান্দারমনি থানার ওসি বৃহস্পতিবার জানান খবর পেয়েছেন,খতিয়ে দেখা হচ্ছে।তবে দুই দিন ধরে কাজ হলেও থানা কেন জানতে পারলোনা তাই নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলছে।রামনগর-২ ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ জানিয়েছেন অভিযোগ পেয়েছেন।খতিয়ে দেখা হচ্ছে।
দিঘা,মান্দারমনি সহ পুর্ব মেদিনীপুর জেলার সকল সৈকত শহরে নতুন করে নির্মান কাজের উপরে নিষধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী।সৈকতের পরিবেশ ও বাস্তু তন্ত্র রক্ষা করতে এই সিদ্ধান্ত নিয়েছেন।তার পরেও এই নির্মান কাজ হয়েছে এবং সেই কাজ করা হয়েছে লক ডাউনের মধ্যেই।
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সুজন দত্ত বলেন সংবাদ মাধ্যমের থেকে খবর পেয়েছি।স্থানীয় পুলিশ ও ব্লক প্রশাসনকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
শেরি বেঙ্গলের ম্যানেজার সোমিত মন্ডলের দাবি লক ডাউনের আগেই এই কাজ শুরু হয়েছিলো।স্থানীয় পঞ্চায়েতের থেকে অনুমতি নিয়ে কাজ করা

No comments