Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্গভীমা মন্দিরে নিত্যপূজা হলেও সাধারণের প্রবেশ নিষেধ

পূর্ব মেদিনীপুর এর তমলুকের বর্গভীমা মন্দির। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। সেই থেকেই 51 পিঠ এর একপিঠ বলে পরিচিত এই বর্গভীমা মন্দির। কবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তা সবার ই অজানা। সারা বছর হাজার হাজার মানুষের সমাগম এ ভরে থাক…




পূর্ব মেদিনীপুর এর তমলুকের বর্গভীমা মন্দির। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। সেই থেকেই 51 পিঠ এর একপিঠ বলে পরিচিত এই বর্গভীমা মন্দির। কবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তা সবার ই অজানা। সারা বছর হাজার হাজার মানুষের সমাগম এ ভরে থাকতো মন্দির। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন আসতেন এই মন্দিরে পুজো দিতে। তাছাড়া পহলা বৈশাখ এর দিনে আগের দিন রাত থেকে মানুষকে লাইন দিতে দেখা যেত। এই দিনে ভিড় এ ভরে থাকতো মন্দির। কিন্তু আজ সেই ভিড় আর নেই। করোনা ভাইরাস এর কারনে বন্ধ রয়েছে মন্দির। আজ সামান্য কিছু মানুষ এসে বাইরের গেট থেকে মায়ের পুজোর ফুল ছুঁইয়ে হালখাতা সারছেন।

No comments