হলদিয়াঃ* আজ বাংলা নববর্ষ। বাঙালির কাছে এক অন্যতম শ্রেষ্ঠ পার্বণও বলা যেতে পারে। কিন্তু এই পার্বণে ভাটা ফেলেছে নোভেল করোনাভাইরাস। গোটা দেশজুড়ে নভেল করোনাভাইরাসের জন্য লকডাউন জারি করা হয়েছে। সমস্ত জমায়েত একেবারে নিষিদ্ধ করে দ…
হলদিয়াঃ* আজ বাংলা নববর্ষ। বাঙালির কাছে এক অন্যতম শ্রেষ্ঠ পার্বণও বলা যেতে পারে। কিন্তু এই পার্বণে ভাটা ফেলেছে নোভেল করোনাভাইরাস। গোটা দেশজুড়ে নভেল করোনাভাইরাসের জন্য লকডাউন জারি করা হয়েছে। সমস্ত জমায়েত একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যার জন্য ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপাল জিউর মন্দিরে সমস্ত পুজো দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছে রাজবাড়ী কর্তৃপক্ষ। এমনিতেই প্রত্যেক বছর নববর্ষে স্থানীয় ব্যবসায়ী ও ব্যক্তিগত পুজো দেওয়ার ভিড় জমতো মহিষাদল রাজবাড়ির এই গোপাল জিউর মন্দির। কিন্তু এবছরের ছবিটা যেন কিছুটা আলাদা। গোপাল জীউর ভক্তদের জন্য সকাল থেকেই বন্ধ প্রবেশদ্বার। বন্ধ রয়েছে সমস্ত নতুন খাতা পুজোও। ফলে নববর্ষের দিনে আমার সকাল থেকে যেন অন্য চিত্র পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি এই গোপাল জিউয়ের মন্দিরে। তবে প্রাচীন প্রথা মেনে এদিন মহিষাদল রাজবাড়ির নব ঘট স্থাপন করা হয়। আয়োজন করা হয় বিশেষ ভোগের। রাজবাড়ীর কুল দেবতার সকাল থেকেই চলে বিশেষ পুজোপাঠ। ভোরবেলা উঠে থেকে রাত্রে সন্ধ্যা আরতি সমস্ত কিছুর আয়োজন রয়েছে। কিন্তু এর মাঝে এবারে বন্ধ করে দেওয়া হয়েছে নতুন খাতা পুজো। তবে প্রাচীন প্রথা মেনে নববর্ষের দিন রাজবাড়ীর ঘট স্থাপন করা হয় এদিন। প্রথমে গোপাল জীউয়ের মন্দিরে ঘট পূজা হয় এবং তা পরে রাজবাড়িতে নিয়ে গিয়ে স্থাপন করা হয়। সবমিলিয়ে বলা চলে লকডাউনে বাধা পড়লো না প্রাচীন ঐতিহ্যে। কুলদেবতার জন্য আয়োজন করা হয় বিশেষ ভোগের। ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments