পূ্র্ব মেদিনীপুরের তাজপুরের ব্যবসায়ী শান্তনু সাহা ও তাঁর সসহধর্মিণী মঙ্গলবার সামাজিক দায়িত্ববোধের মুখ নিয়ে পাশে দাঁড়ালেন পুলিশকর্মীদের। উনারা তাদের নিজ হাতে বাড়ীতে বানানো ১০ লিটার হ্যান্ডওয়াস তুলে দিলেন মন্দারমনি শাখার ভারপ্রাপ্…
পূ্র্ব মেদিনীপুরের তাজপুরের ব্যবসায়ী শান্তনু সাহা ও তাঁর সসহধর্মিণী মঙ্গলবার সামাজিক দায়িত্ববোধের মুখ নিয়ে পাশে দাঁড়ালেন পুলিশকর্মীদের। উনারা তাদের নিজ হাতে বাড়ীতে বানানো ১০ লিটার হ্যান্ডওয়াস তুলে দিলেন মন্দারমনি শাখার ভারপ্রাপ্ত অফিসার-ইনচার্জের হাতে। এই হ্যান্ডওয়াস পেয়ে তিনি বলেন, "এই দুর্যোগময় পরিস্থিতিতে উনাদের এই মানবিকতার পরিচয়ে আমরা আপ্লুত। কিন্তু এই প্রথম পুলিশকর্মীদের হাত পরিষ্কার রাখতে হ্যান্ডওয়াস পাওয়ায় উনাদের অসংখ্য ধন্যবাদ না জানিয়ে পারলাম না। শান্তনু বাবু বলেন, সামাজিক কর্তব্য পালন করতেই আমাদের এই উদ্দ্যোগ। এর আগে রামনগর থানাতেও হ্যান্ডওয়াস দিতে পেরে আমরা খুশি
No comments