কাঁথি শহরে থাকা একটি নাসিংহোম ভর্তি এক প্রসুতির লালারসের নমুনা পরীক্ষা জন্য মেদিনীপুর ম্যেডিকেল কলেজের পাঠানো হল।নাসিংহোমটি সীল করে দেওয়া হয়েছে। নাসিংহোমে ভর্তি থাকা সমন্ত রোগীদের ছুটি করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই রোগী ও পরিবারে…
কাঁথি শহরে থাকা একটি নাসিংহোম ভর্তি এক প্রসুতির লালারসের নমুনা পরীক্ষা জন্য মেদিনীপুর ম্যেডিকেল কলেজের পাঠানো হল।নাসিংহোমটি সীল করে দেওয়া হয়েছে। নাসিংহোমে ভর্তি থাকা সমন্ত রোগীদের ছুটি করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই রোগী ও পরিবারের সদস্যদের হোম কোয়ান্টাইন থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর। ওই বেসরকারী নাসিংহোমে চিকিৎসক ও নার্সদের হোম কোয়ান্টাইন রাখা হয়েছে।রবিবার সকালে কাঁথির শহরে এক গৃহবধুর প্রসুতি যন্ত্রনা নিয়ে ওই বেসরকারী নাসিংহোমে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। এদিন সন্ধ্যায় নাসিংহোমে অস্ত্রপ্রচার করে একটি শিশুর জন্ম দেয়।কাঁথি মহাকুমা হাসপাতালে সুপার সভ্যসাচী চক্রবর্তী বলেন গৃহবধুর লালারস নমুনা সংগ্রহ করে মেদিনীপুর মেডিক্যাল কলেজের পাঠানো হয়েছে। নাসিংহোমে সমন্ত অন্য রোগীদের ছুটি করে দেওয়া হয়েছে৷ রোগীদের হোম কোয়ারন্টাইন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ নাসিংহোমে সমন্ত চিকিৎসক ও নার্সদের নাসিংহোমে হোম কোয়ারন্টাইন করে রাখা হয়েছে।
No comments