Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া কার্গিল সংঘের উদ্দোগে খাদ্য সামগ্রী বিতরণ

কোনো মানুষের পক্ষে পৃথিবীতে একাকী বাস করা সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। এছাড়াও নানা বিপদসঙ্কুল পরিস্থিতিতে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে। কেননা কোনো মানুষ যখন কোনো বিপদের সম্মুখীন হয়, সে ত…




 কোনো মানুষের পক্ষে পৃথিবীতে একাকী বাস করা সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। এছাড়াও নানা বিপদসঙ্কুল পরিস্থিতিতে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে। কেননা কোনো মানুষ যখন কোনো বিপদের সম্মুখীন হয়, সে তখন সবচেয়ে বেশি অসহায়ত্ব অনুভব করে। ওই সময় সে আন্তরিকভাবে অন্যের সাহায্য প্রত্যাশা করে।
তাই লক্ ডাউনের দিনগুলোতে অসহায়, কর্মহীন পরিবারের পাশে দাড়ালো খঞ্জনচক শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম (হলদিয়া) । আজ ১৭ই এপ্রিল শুক্রবার  হলদিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কার্গিল সংঘের ব্যবস্থাপনায় ৬০টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হলো  খাদ্য সামগ্রী, তার মধ্যে ছিল  পরিমাণ মতো চাল, গম, ডাল, আলু, ডেটল সবান । এমনি সচেতনতার মাধ্যমে প্রত্যেককে মাস্ক ও ১ বোতল লিকুইড সোপ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী জয়ন্তী দন্ডপাট মহাশয়াও আশ্রমের সদস্যবৃন্দ এবং ক্লাবের সভ্যবৃন্দ। আশ্রমের তরফ থেকে জানানো হয় ওয়ার্ড ভিত্তিক প্রত্যহ এইরকম কর্মসূচি পালন করা হবে।।


No comments