Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাসুদেবপুরে মামনি এন্টারপ্রাইজের সহযোগিতায় ৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী দান

আজ বাসুদেবপুরে মামনি এন্টারপ্রাইজের সহযোগিতায় ৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী দান করার ব্যবস্থা করেছিল ঐ সংস্থার সঞ্জীব শেঠ নামে একজন এমপ্লয়ি। উপস্থিত ছিলেন শিক্ষক প্রাননাথ শেঠ, মতিলাল দাস, শম্ভুনাথ শেঠ, অমিত ঘোড়াই। প্রত্যেকের মধ্য…






আজ বাসুদেবপুরে মামনি এন্টারপ্রাইজের সহযোগিতায় ৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী দান করার ব্যবস্থা করেছিল ঐ সংস্থার সঞ্জীব শেঠ নামে একজন এমপ্লয়ি। উপস্থিত ছিলেন শিক্ষক প্রাননাথ শেঠ, মতিলাল দাস, শম্ভুনাথ শেঠ, অমিত ঘোড়াই। প্রত্যেকের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক লাগিয়ে হাত স্যানিটারাইজিড করে এই কর্মিসূচি নেওয়া হয়েছিল। শিক্ষক প্রাননাথ শেঠ বলেন এই দুঃসহ সময়ে মানুষের পাশে দাড়ানোটা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য।
আপনারাও নিজ নিজ এলাকায় অসহায় মানুষদের সাহায্য করুন আর অবশ্যই লক ডাউন মেনে চলুন।
মামনি এন্টারপ্রাইজের কর্নধার সেখ নাসিম আকতার (সন্তু) বলেন এই লক ডাউনের সময় প্রতিটা মানুষ অসহায়। ওনাদের জন্য আরো সাহায্যের ব্যবস্থা করবো। গরীব মানুষদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে আমাদের এই প্রচেষ্টা। সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন।
স্থানীয় সঞ্জীব শেঠের কথায় আমরা চেষ্টা করছি যাতে অসহায় দরিদ্র মানুষ খাদ্যের অভাব বোধ না করে। আমারা এরকম মানুষদের পাশে দাঁড়াতে প্রস্তুত। ওনারা আনন্দের সঙ্গে এই খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছেন, এটা দেখে মানসিক শান্তি পাচ্ছি। কিছুদিন পরে আবার এরকম উদ্যোগ নেওয়া হবে।

No comments