পটাশপুর ২ ব্লকের । ১৩ নম্বর জিপির পাটনা গ্রামের রাস্তার ওপর । গ্যাস সিলিন্ডার ভর্তি লরির সঙ্গে বাইকের ধাক্কায় এক মহিলার গুরুতর আহত অবস্থায় পাহাড়পুর পেঁয়াজ খাওয়া হসপিটালে নিয়ে যাওয়াতেই ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে। ঝরনা…
পটাশপুর ২ ব্লকের । ১৩ নম্বর জিপির পাটনা গ্রামের রাস্তার ওপর । গ্যাস সিলিন্ডার ভর্তি লরির সঙ্গে বাইকের ধাক্কায় এক মহিলার গুরুতর আহত অবস্থায় পাহাড়পুর পেঁয়াজ খাওয়া হসপিটালে নিয়ে যাওয়াতেই ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে। ঝরনা মন্ডল (৫০) বাড়ি পটাশপুর ২ ব্লকের জবদা। গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে জানা গেছে মৃত ঝরনা মন্ডলকে কয়েকদিন আগে বিড়াল কামড়েছিল ভ্যাকসিন নিতে গিয়েছিলেন পাহাড়পুর পেঁয়াজ খাওয়া হসপিটালে। হসপিটাল পৌঁছানোর আগেই লরির ধাক্কায় তার মৃত্যু হল। ঘাতক লরি ও চালককে আটক করছে পুলিশ।
ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments