Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঁচিশটি গ্ৰামের চারশো মানুষের হাতে খাদ‍্য সামগ্রী দিলেন চৈতন‍্যপুর নিউ স্টার ক্লাব

সমগ্ৰ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমন ভাইরাস(নোবেল করোনা)যার জেরে গোটা দেশে একটানা লকডাউন চলছে।অন‍্যান‍্য রাজ‍্যগুলির সাথে পাল্লা দিয়ে এরাজ‍্যের বুকেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস।পূর্ব মেদিনীপুর জেলাতে  হটস্পট জারি ক…




 সমগ্ৰ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমন ভাইরাস(নোবেল করোনা)যার জেরে গোটা দেশে একটানা লকডাউন চলছে।অন‍্যান‍্য রাজ‍্যগুলির সাথে পাল্লা দিয়ে এরাজ‍্যের বুকেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস।পূর্ব মেদিনীপুর জেলাতে  হটস্পট জারি করা হয়েছে।দিনের পর দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ‍্যা।এই পরিস্থিতিতে কাজকর্ম হারিয়েছে বহু মানুষ।এবং খাদ‍্যের জোগাড় করতে রীতিমতো হিমসিম খাচ্ছে অসহায় ও দ্ররিদ্র মানুষ।এই অবস্থায় দিন আনি দিন খাই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বহু ক্লাব,স্বেচ্ছাসেবী সংগঠন।
হলদিয়া চৈতন‍্যপুর নিউ স্টার ক্লাব তাদের নিজশ্ব তহবিল থেকে প্রায় এক লক্ষ টাকা খরচ করে পঁচিশটি গ্ৰামের চারশো মানুষের হাতে খাদ‍্য সামগ্ৰী(চাল,ডাল,আলু,সোয়াবিন,বিস্কুট,সবজী ও সাবান তুলে দেয়।ক্লাব সম্পাদক গৌতম হাজরা জানায় এই পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা তিন দিন ধরে সামাজিক দূরত্ব বজায় রেখে ধাপে ধাপে এই এলাকার বিভিন্ন গ্ৰামের চারশো জন অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্ৰী তুলে দেওয়ার পাশাপাশি করোনা সচেতনতা বার্তা প্রদান করেছি ও লকডাউন মেনে বাড়িতে থাকতে বলেছি।

No comments