এই মুহূর্তে দেশজুড়ে চলছে লকডাউন কেন্দ্রে ঘোষণা মতো আগামী 3 মে পর্যন্ত লকডাউন আওতায় রয়েছেন দেশবাসী ।এরই মাঝে দেশজুড়ে একাধিক দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্ধারিত স্থানে দোকানে গিয়ে কে…
এই মুহূর্তে দেশজুড়ে চলছে লকডাউন কেন্দ্রে ঘোষণা মতো আগামী 3 মে পর্যন্ত লকডাউন আওতায় রয়েছেন দেশবাসী ।এরই মাঝে দেশজুড়ে একাধিক দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্ধারিত স্থানে দোকানে গিয়ে কেনাকাটা করা যাবে বলে কেন্দ্র জানিয়েছেন যদিও নির্দেশকে ঘিরে শুরু হয়েছে চরম জটিলতা।
কি কি দোকান লকডাউনের আওতা থেকে ছাড় পাচ্ছে এক নজরে.....
পান সিগারেট দোকান, চশমার দোকান, জামা কাপড় দোকান, ইমারতি দোকান, এসি ও সিলিং ফ্যান দোকান, মিষ্টি দোকান, ফুল দোকান, টেলারিং শপ ,জুতোর দোকান, পাশাপাশি এটাও জানানো হয়েছে গ্রামীণ এলাকার সমস্ত দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে। যেখানে মালপত্র বিক্রি হয় সেই দোকান খোলার অনুমতি দিল কেন্দ্র।
অপরদিকে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হল না.....
সেলুন মেসেজ পার্লার শপিংমল মদের দোকান থিয়েটার হল প্রভৃতি এছাড়াও বড় শহরগুলিতে কড়াকড়ি কিছুটা জারি করা থাকবে। এলাকাগুলিতে জরুরী দোকান ছাড়া বাকিদের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
দেশজুড়ে লকডাউন চলাকালীন রাতারাতি এভাবে দোকান গুলিকে খোলার সিদ্ধান্ত নিয়ে নানান মত উঠে আসছে বিশেষজ্ঞদের তবে অনেকেই মনে করছেন এর ফলে কোনো সংক্রামক ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
No comments