Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গৃহবন্দী দুঃস্থ ও অসহায় মানুষদের রমজানের উপহার বিতরণ

মহিষাদল ব্লকের চাঁপি আইমা ইউনিট এর পক্ষ থেকে প্রায় পঁচিশ হাজার টাকা খরচ করে দুশো মানুষের হাতে সুজি,চিনি,ছোলা তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন আইমার সর্বভারতীয় সম্পাদক সৈয়দ রুহুল আমিন ও চাঁপি আইমা ইউনিটের সম্পাদক সেক কালাম শাহ। …





 মহিষাদল ব্লকের চাঁপি আইমা ইউনিট এর পক্ষ থেকে প্রায় পঁচিশ হাজার টাকা খরচ করে দুশো মানুষের হাতে সুজি,চিনি,ছোলা তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন আইমার সর্বভারতীয় সম্পাদক সৈয়দ রুহুল আমিন ও চাঁপি আইমা ইউনিটের সম্পাদক সেক কালাম শাহ। সেই সঙ্গে প্রবিত্র রমজানের শুভেচ্ছা বার্তার পাশাপাশি বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস মোকাবেলা করতে সরকারি নির্দেশ মতো লকডাউন মেনে চলতে বলা হয়।


No comments