পূর্ব মেদিনীপুর:– মঙ্গলবার সকালে বাংলা নববর্ষের দিনে লক ডাউন গ্রস্থ দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গিকার নিলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অন্তর্গত বড়িশা নেতাজী যুব সংঘের সদস্যরা। আজ সকালে গ্রামের মানুষ জনদের নিয়ে প্রথমে কর…
পূর্ব মেদিনীপুর:– মঙ্গলবার সকালে বাংলা নববর্ষের দিনে লক ডাউন গ্রস্থ দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গিকার নিলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অন্তর্গত বড়িশা নেতাজী যুব সংঘের সদস্যরা। আজ সকালে গ্রামের মানুষ জনদের নিয়ে প্রথমে করোনা সম্পর্কে একটি সচেতনতার বার্তা দেওয়া হয়। সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে চলার পাশাপাশি বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়। এরপর গ্রাম বাসীদের হাতে বিভিন্ন রকম খাদ্য দ্রব্য তুলে দেওয়া গয়।এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের জয়েন্ট বিডিও আসিম ঘোষ এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজকুমার কুন্ডু। এদিন ক্লাবের এই এক সদস্য জানান বর্তমান মহামারীতে এলাকার দিন আনা দিন খাওয়া মানুষ থেকে শুরু করে দুস্থ পরিবার গুলি আর্থিক সংকটের কারণে ভুগছে, ফলে বর্তমান সময়ে পরিবারের জন্য খাদ্য সামগ্রী জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছি পরিবার গুলি, সে কথা মাথায় রেখেই খাদ্য সামগ্রী বিলি করা হলো।
No comments