Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লকডাউন ৩রা মে পর্যন্ত চলবে ! ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর আজকের ভাষণে লকডাউনের মেয়াদ ৩রা মে পর্যন্ত বাড়ানোর কথা বললেন। তিনি দেশবাসীর সম্মুখে ঘোষনা করলেন যে, আগামী ৩রা মে পর্যন্ত লকডাউন বাড়ানো হল। এই ক’টা দিন বাড়িতেই থাকুন। গতকালই প্রধানমন্ত্রীর দফতর থে…




 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর আজকের ভাষণে লকডাউনের মেয়াদ ৩রা মে পর্যন্ত বাড়ানোর কথা বললেন। তিনি দেশবাসীর সম্মুখে ঘোষনা করলেন যে, আগামী ৩রা মে পর্যন্ত লকডাউন বাড়ানো হল। এই ক’টা দিন বাড়িতেই থাকুন। গতকালই প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে জানানো হয়েছিল যে, মঙ্গলবার সকাল ১০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন তিনি বলেন, “এই লকডাউনের সিদ্ধান্ত আর্থিক দৃষ্টিতে দেখলে যথেষ্ট ব্যায়বহুল বলে মনে হলেও, এই উপায়েই একমাত্র আমাদের দেশের মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। করোনা মোকাবিলায় ভারত যেভাবে এগোচ্ছে, বিশ্ব তার প্রশংসা করেছে। রাজ্য সরকার এবং আধিকারিকরা নিজদের দায়ীত্ব যেভাবে পালন করছেন, তা অসাধারণ। লকডাউনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখাই এই মুহূর্তে ভারতের কাছে একমাত্র অস্ত্র। আগামী ২০ এপ্রিল পর্যন্ত সর্বত্র নজরদারি চালানো হবে। দেশের সব স্থানে সঠিকভাবে লকডাউন মানা হচ্ছে কিনা, তা নিশ্চিত করা হবে।

No comments