যাদের নিজেদেরই কোন কর্মসংস্থানই নেই,বাড়ি বাড়ি কীর্তন করে বাড়িতে সংসারের হাল ধরেন যেসব মহিলা,আজ তারাই এই দুর্বিসহ সময়ে মানুষের পাশে দাঁড়ালেন।তমলুক থানার অন্তর্গত নুন্নান গ্রামে রাধারানী মহিলা কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে মানুষের …
যাদের নিজেদেরই কোন কর্মসংস্থানই নেই,বাড়ি বাড়ি কীর্তন করে বাড়িতে সংসারের হাল ধরেন যেসব মহিলা,আজ তারাই এই দুর্বিসহ সময়ে মানুষের পাশে দাঁড়ালেন।তমলুক থানার অন্তর্গত নুন্নান গ্রামে রাধারানী মহিলা কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিলো।লকডাউনের সময় গৃহবন্দী ১০০ দুঃস্থ মানুষকে খাদ্যদ্রব্য তুলে দিয়ে পাশে দাঁড়ালেন নুন্নান গ্রামের মহিলা কীর্তনীয়ারা।নিজেরা দুঃস্থ হলেও তারা এই সময়ে বাড়িবাড়ি গিয়ে অর্থজোগাড় করে এই খাদ্যসামগ্রী তুলেদিলেন আজ।এছাড়াও এদিন করোনা সম্পূর্কে মানুষজনদের সচেতনতার বার্তাও দেওয়া হলো এলাকার শিক্ষকদের দিয়ে।এই মহিলা কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয় আগামীদিনও তারা মানুষের পাশে থাকবেন। ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments