Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশেষ আবেদন কাজী শেখ মহঃ হাবিবুল্লাহ

এলাকার আমার প্রিয় ভাতৃবৃন্দ ,
আমি অবিভক্ত সুতাহাটা থানার মহামেডান রেজিস্টার ও কাজী এবং কুমারপুর জামে মসজিদ ও মাজার শরীফের নগণ্য খাদেম ।আমার ধর্মীয় ও সামাজিক কিছুটা দায়িত্ব বোধ থেকে এই বিবৃতি দিচ্ছি ও পুনরায়  অনুরোধ রাখছি, কর…


এলাকার আমার প্রিয় ভাতৃবৃন্দ ,
আমি অবিভক্ত সুতাহাটা থানার মহামেডান রেজিস্টার ও কাজী এবং কুমারপুর জামে মসজিদ ও মাজার শরীফের নগণ্য খাদেম ।আমার ধর্মীয় ও সামাজিক কিছুটা দায়িত্ব বোধ থেকে এই বিবৃতি দিচ্ছি ও পুনরায়  অনুরোধ রাখছি, করোনা ভাইরাস নিয়ে যে লক ডাউন চলছে সরকারী নির্দেশ মেনে তা সম্পূর্ণভাবে পালন করুন । সমাজে ও ধর্মস্থানে ভিড় বর্জন করুন । নিষেধ থাকা সত্বেও অনেকে মসজিদে নামাজ পড়ার চেষ্টা করছেন ,দেখা দেখি লোক জমা হয়ে যাচ্ছে । ইমাম সাহেব অসহায় ও বিব্রত বোধ করছেন, তারা কাকে কি বলবেন ভেবে পাচ্ছেন না। ক্ষোভে অনেকে ভাবছেন মসজিদে নামাজ পড়তে দিচ্ছেনা,তাহলে আর নামাজ পড়ার প্রয়োজন নাই। প্রকৃত মুসলমান ও নামাজী সেই ব্যক্তি,যিনি প্রকাশ্য ও গোপনে যখন যেখানে সময় হবে নামাজ আদায় করবেন । যাহারা গাফেল ও লোক দেখানো নামাজ পড়েন ,তাহাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। ( আল কোরআন)
আমেরিকা , ফ্রান্স, ইটালি ও অন্যান্য দেশে ধ্বংসলীলা চলছে। আমাদের দেশে যে হবে না সে গ্যারান্টি কে দিয়েছে? অতএব আনন্দ উল্লাসে না মেতে জাতি বর্ণ নির্বিশেষে সবাই সতর্ক থাকুন। মহানবী হজরত মহম্মদ(সাঃ) এর যখন দুই বৎছর পূর্ণ হ‌ইল মা হালিমা ( দাই মা ) মা আমিনার কোলে দেওয়ার জন্য  মক্কা নগরীতে আসলেন কিন্তু মক্কা নগরে তখন চলছিল মহামারী।
পুনরায় মা হালিমা শিশু নবী কে ল‌‌ইয়া নিজ গোত্রে ফিরিয়া গেলেন ( সিরাতে মুস্তাফা পুস্তক)।কেহ যদি বলেন সংক্রমণ বলে কিছু নাই সে অশিক্ষিত ও 
কান্ড-জ্ঞানহীন ব্যক্তি । কয়েকদিন পূর্বে একটি ভুল সংবাদ সন্নিবেশিত হয়েছিল যে কুমারপুরে এক ব্যক্তি করোনা  ভাইরাস দ্বারা আক্রান্ত হইয়াছে। মুহুর্তের মধ্যে এলাকায় ,সমাজে ঘৃনা ও বিভেদ সঞ্চারিত হইয়াছিল।সরকার ও স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট ও তৎপরতায় সেই  আশংকা দূরীভূত হইয়াছে।করোনা
সংক্রমণের বিরুদ্ধে ভারত সরকার কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। কোথাও কোন সমস্যা দেখা দিলে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর দ্রুত  ব্যবস্থা নিচ্ছে।
অযথা ভুল কথা বলে মানব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা মানুষের কাজ নয়। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। যাহারা এই বিপদে পতিত তাহাদের  জন্য ও বিশ্ব মানব কল্যাণের জন্য আল্লাহ্ পাকের নিকট দোয়া প্রার্থনা করুন।

No comments