পূর্ব মেদিনীপুর জেলা নন্দকুমার থানার এলাকায় সুকুমার বাবুর পুকুরে মাছ চুরি হয়ে যায়। চোর ধরার জন্য নন্দীগ্রাম এক তান্ত্রিক কে নিয়ে আসা হয়। চোর ধরার জন্য বাটি চালানো হয়। এই বাটি চালানোর খবর পেয়ে বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপু…
পূর্ব মেদিনীপুর জেলা নন্দকুমার থানার এলাকায় সুকুমার বাবুর পুকুরে মাছ চুরি হয়ে যায়। চোর ধরার জন্য নন্দীগ্রাম এক তান্ত্রিক কে নিয়ে আসা হয়। চোর ধরার জন্য বাটি চালানো হয়। এই বাটি চালানোর খবর পেয়ে বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা সহ-সম্পাদক নকুল চন্দ্র ঘাঁটি ও কড়ক স্কুলের শিক্ষক কার্তিক সি এবং গ্রামবাসীদের সহযোগিতায় ঐ তান্ত্রিকে নন্দকুমার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
No comments