করোনা সংক্রমণ ঠেকাতে পূর্ব মেদিনীপুর জেলাকে হটস্পট ঘোষণা করেছে রাজ্য সরকার।তাই সোমবার সকাল থেকে দীঘা নেহেরু মার্কেটে শুরু হল "নো মাস্ক,নো মার্কেট"পদ্ধতিতে বাজার।জানা গিয়েছে,সরকারি নির্দেশ মেনে বড় ও ফাঁকা জায়গায় বাজার…
করোনা সংক্রমণ ঠেকাতে পূর্ব মেদিনীপুর জেলাকে হটস্পট ঘোষণা করেছে রাজ্য সরকার।তাই সোমবার সকাল থেকে দীঘা নেহেরু মার্কেটে শুরু হল "নো মাস্ক,নো মার্কেট"পদ্ধতিতে বাজার।জানা গিয়েছে,সরকারি নির্দেশ মেনে বড় ও ফাঁকা জায়গায় বাজার বসানো হয়েছে।তাই স্টল তৈরি করে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে বাজারে প্রবেশ করতে হবে।আর যদি মাস্ক না থাকে তাহলে এই মার্কেটে ঢোকা যাবে না।
No comments