Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রামীণ হাসপাতালে চালু হল করোনার টেস্টের জন্য স্যাম্পল কালেকশান সেন্টার

মহিষাদল গ্রামীণ হাসপাতালে চালু হল করোনার টেস্টের জন্য স্যাম্পল কালেকশান সেন্টার। তমলুক শহিদ মাতঙ্গিনী ব্লকের পর মহিষাদল, ময়না, ভগবানপুর ও এগরা তে এধরনের সেন্টার চালু হচ্ছে দ্রুত স্যাম্পল কালেকশানের জন্য। মহিষাদলে প্রথম দিন ১৪টি…






 মহিষাদল গ্রামীণ হাসপাতালে চালু হল করোনার টেস্টের জন্য স্যাম্পল কালেকশান সেন্টার। তমলুক শহিদ মাতঙ্গিনী ব্লকের পর মহিষাদল, ময়না, ভগবানপুর ও এগরা তে এধরনের সেন্টার চালু হচ্ছে দ্রুত স্যাম্পল কালেকশানের জন্য। মহিষাদলে প্রথম দিন ১৪টি স্যাম্পল  কালেকশান হয়েছে। হলদিয়া মহকুমা হাসপাতাল ছাড়া গ্রামীণ এলাকায় কালেকশানের জন্য এই সেন্টার চালু হয়েছে বলে জানান তমলুক জেলার মুখ্য স্বাস্থ আধিকারিক। তিনি বলেন
এখন পর্যন্ত গত ২৫ দিনে জেলায় ৩৩০টি স্যাম্পল কালেকশান হয়েছে। আশা করা হচ্ছে, গ্রামীণ সেন্টার গুলি চালু হলে তা কয়েকদিনে দ্বিগুণ হবে। ভিডিও দেখতে ক্লিক করুন।


No comments