বর্তমান বিশ্বের প্রানঘাতী করোনা ভাইরাসের আক্রমন ও লকডাউনের পরিপেক্ষিতে যখন মুমূর্ষু মানুষ রক্তের আভাবে দিশাহারা ঠিক সেই সময় আবার এগিয়ে এলো ভগবানপুর বচ্ছিপুর আজাদ সংঘ। আজ বচ্ছিপুর বাজারে ফরিদ খাঁন বাবুর বিল্ডিং স্বেচ্ছায় রক্তদান …
বর্তমান বিশ্বের প্রানঘাতী করোনা ভাইরাসের আক্রমন ও লকডাউনের পরিপেক্ষিতে যখন মুমূর্ষু মানুষ রক্তের আভাবে দিশাহারা ঠিক সেই সময় আবার এগিয়ে এলো ভগবানপুর বচ্ছিপুর আজাদ সংঘ। আজ বচ্ছিপুর বাজারে ফরিদ খাঁন বাবুর বিল্ডিং স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে লকডাউনের সমস্ত নিয়মকানুন মেনে। এই শিবিরে উপস্থিত ছিলেন ভগবানপুর থানার ওসি প্রনব রায়, বিডিও পঙ্কজ কোনার, ব্লক সভাপতি মদন মোহন পাত্র। ক্লাবের সম্পাদক সেক হাসিফুর রহমান জানিয়েছেন গত সপ্তাহে ক্লাবের পক্ষ থেকে ৩ হাজার আসহায় গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রিক তুলে দেওয়া হয়েছিল আজ ক্লাবের পক্ষ থেকে তমলুক ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা এই রক্তদান শিবিরর আয়োজন করা হয়। ৭০ জন মানুষ রক্তদান করেন। সমগ্র রক্তদাতাদের ক্লাবের পক্ষ থেকে খাদ্য সামগ্রিক তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সহ সভাপতি নজরুল হক।
No comments