দুঃস্থের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলার দাদনপাত্রবাড় আমরা কজন ক্লাব।বুধবার রামনগর ২ ব্লকের কালিন্দী ৮নং গ্ৰাম পঞ্চায়েতের দাদনপাত্রবাড় আমরা কজন ক্লাবের সদস্যরা ৬০ টি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে চাল,ডাল ,আলু …
দুঃস্থের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলার দাদনপাত্রবাড় আমরা কজন ক্লাব।বুধবার রামনগর ২ ব্লকের কালিন্দী ৮নং গ্ৰাম পঞ্চায়েতের দাদনপাত্রবাড় আমরা কজন ক্লাবের সদস্যরা ৬০ টি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে চাল,ডাল ,আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী বাড়ির বাইরে না বেরানোর অনুরোধ জানান ক্লাবের সদস্যরা।
No comments