কন্টাই কো- অপারেটিভ ব্যাঙ্ক লিঃ এর অনন্য নজির।
সারা বিশ্ব এখন করোনা আতঙ্কে জর্জরিত। এরই মধ্যে কাজ হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ। বিশেষজ্ঞদের মতে কাজ হারাতে চলেছেন আরও অনেক মানুষ। অর্থনীতির চাকা কয়েক দশক পিছিয়ে গেছে। সবথেকে খারাপ অবস…
কন্টাই কো- অপারেটিভ ব্যাঙ্ক লিঃ এর অনন্য নজির।
সারা বিশ্ব এখন করোনা আতঙ্কে জর্জরিত। এরই মধ্যে কাজ হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ। বিশেষজ্ঞদের মতে কাজ হারাতে চলেছেন আরও অনেক মানুষ। অর্থনীতির চাকা কয়েক দশক পিছিয়ে গেছে। সবথেকে খারাপ অবস্থা প্রান্তিক ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর।
কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক লিঃ মূলতঃ কাজ করে এই দুই শ্রেণীর মধ্যে। তাই এই অন্ধকার সময়ে ব্যাঙ্কের জনদরদী চেয়ারম্যান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এর মহৎ উদ্যোগে ব্যাঙ্কের আর্থিক সহায়তায় ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাঁচটি জায়গায় শুরু হয়েছে দুস্থদের মধ্যে অন্ন বিতরণ। স্থানগুলি হল কাঁথি, নন্দীগ্রাম, তমলুক, মহিষাদল ও চন্দ্রকোনা রোড। প্রতিদিন গড়ে 25000 লোকের জন্য তুলে দেওয়া হচ্ছে এই অন্ন। মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী চিন্তামনি মন্ডল, পরিচালক শ্যামাশীষ মিশ্র ও সম্পাদক পার্থ প্রতিম পতি এর ব্যবস্থাপনায় এই মহান কর্মসূচি অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাননীয় চেয়ারম্যান বলেছেন প্লাটিনাম জুবিলির জন্য বরাদ্দ খরচের বেশিরভাগটাই এই উদ্দেশ্যে ব্যয়িত হবে। এখানে উল্লেখ থাকে যে মুখ্যমন্ত্রীর জরুরী ত্রাণ তহবিলে এই ব্যাংক আগেই 50 লক্ষ টাকা দিয়েছে।
No comments