লকডাউনে যখন গোটা ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ তখনই করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তুললো কাঁথির নভেলটি প্রোডাকশন এর স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘মানুষ '। ছায়াছবি পরিচালনা করেছেন শুভময় মণ্ডল এবং সম্পাদনা করেছ…
লকডাউনে যখন গোটা ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ তখনই করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তুললো কাঁথির নভেলটি প্রোডাকশন এর স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘মানুষ '। ছায়াছবি পরিচালনা করেছেন শুভময় মণ্ডল এবং সম্পাদনা করেছেন নভেল্টি প্রোডাকশন এর অন্যতম কর্মকর্তা সন্দীপন পাহাড়ী। আবহ সঙ্গীত নির্মাণের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্যের এই ছবির শেষে একটি বার্তাবহ গানও রয়েছে যা নির্মাণ করেছেন অরিজিৎ মাইতি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সমগ্র ছবির ভয়েস রেকর্ড করা হয়েছে মোবাইল এর দ্বারা। পূর্বেই পূর্ণদৈর্ঘ্য এর মিনিটের সিনেমা বানিয়ে কলকাতা টলি উডপাড়াকে টেক্কা দিয়েছিলো কাঁথির ছেলে-মেয়েরা,আবারও এই পরিস্থিতিতে এমন বার্তাবহ চার মিনিটের স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়ে নজির গড়লো কাঁথি শহরের ছেলেরা।
No comments