Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শালবনীতে দুঃস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এলো “ইচ্ছে ফাউন্ডেশন”

দেশজুড়ে চলছে লকডাউন। আর সেই লকডাউনের বাজারে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলো "ইচ্ছে ফাউন্ডেশন"।শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত জঙ্গলমহল সংলগ্ন শালবনি এলাকার ঢেঙ্গাশোল,জামবনি সহ বেশ কিছু গ্রামের গৃহবন্দী অসহায় প্…





 দেশজুড়ে চলছে লকডাউন। আর সেই লকডাউনের বাজারে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলো "ইচ্ছে ফাউন্ডেশন"।শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত জঙ্গলমহল সংলগ্ন শালবনি এলাকার ঢেঙ্গাশোল,জামবনি সহ বেশ কিছু গ্রামের গৃহবন্দী অসহায় প্রায় ৭০০ টি পরিবারের হাতে মধ্যে ত্রাণ বিলি করলো “ইচ্ছে ফাউন্ডেশন” এর সদস্যরা।এই দুঃসময়ে খাদ্যশস্য পেয়ে খুশি গরীব মানুষরাও।

No comments