পূর্ব মেদিনীপুর এর পাঁশকুড়া থানা এলাকার বাসিন্দা 52 বছর বয়সী এক মহিলা গত 19 তারিখ রক্ত বমি জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়। পূর্ব মেদিনীপুর এর তমলুক থানার অন্তর্গত দিশান নার্সিং । সেদিন ওই রোগী কে রক্ত ও দেওয়া হয়। 20 তারিখ স্থানীয় একট…
পূর্ব মেদিনীপুর এর পাঁশকুড়া থানা এলাকার বাসিন্দা 52 বছর বয়সী এক মহিলা গত 19 তারিখ রক্ত বমি জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়। পূর্ব মেদিনীপুর এর তমলুক থানার অন্তর্গত দিশান নার্সিং । সেদিন ওই রোগী কে রক্ত ও দেওয়া হয়। 20 তারিখ স্থানীয় একটি ক্লিনিক এ চেস্ট সিটিস্ক্যান পরীক্ষা করানো হয় ওই রোগীর। সেখানে ওই ক্লিনিক থেকে জানানো হয় পেসেন্ট এর কোভিদ 19 পরীক্ষার জন্য। এরপর ই তড়িঘড়ি ওই রোগীকে কলকাতা রেফার করা হয়। কলকাতার NRS এ নিয়ে যাওয়া হয় ও পরে এম আর বাঙ্গুর এ পাঠানো হয়। গতকাল ওই রোগীর রিপোর্ট এ করোনা পজিটিভ আসে। এরপর রাতেই তড়িঘড়ি তমলুকের ওই নার্সিংহোম প্রশাসন এর তরফ থেকে বন্ধ করা হয়। নার্সিংহোম এর দুজন রোগীকে তমলুক এ জেলা হাসপাতালে পাঠানো হয় ও বাকিদের বাড়ি পাঠানো হয়। হোম করণটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নার্সিং হোম এর মালিক সহ কর্মীদের নার্সিং হোমে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments