সৃষ্টিধর সাউও রাজকুমার ভুঁই ঃ পটাশপুর লকডাউন থাকার কারণে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নং ব্লকের বারভাগিযা রক্ত তিলক সেবা সংঘের পরিচালনায় অসহায় ৩০০ গরিব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ।এই ক্লাব কে সাহায্যের হাত বাড়িয়ে দি…
সৃষ্টিধর সাউও রাজকুমার ভুঁই ঃ পটাশপুর লকডাউন থাকার কারণে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নং ব্লকের বারভাগিযা রক্ত তিলক সেবা সংঘের পরিচালনায় অসহায় ৩০০ গরিব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ।এই ক্লাব কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কয়েক জন সমাজ সেবি। যেমন কাকলি সামন্ত, কেকা মান্না, ও আরো অন্য আন্য সমাজ সেবি ও পঞ্চায়েত সদস্য সুবল চন্দ্র শ্যামল। ক্লাবের সম্পাদক আশিষ মান্না ।উনারা জানান গ্রামের কিছু কিছু না খেতে পাওয়া অসহায় গরিব পরিবারের। রুটি রোজগার নেই লকডাউনের থাকার কারণে । সমাজ সেবিদের সহযোগিতায়।
ক্লাবের উদ্যোগে ১৪ টি গ্রামের ৩০০ গরিব অসহায় মানুষের হাতে চাল ডাল আলু তেল সাবান সুযাবিন আটা ও সব্জি তুলে দিলেন
ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments