পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খেজুরী বিধানসভার খেজুরী ১নম্বর ব্লকের কৃষ্ণনগর গ্রামের "প্রয়োজন" গ্রুপের উদ্যোগে স্বেচ্ছায় রক্ত দান শিবির অনুষ্ঠিত হল।এমন সংকট জনক অবস্থায় রক্তের প্রয়োজনীয়তা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের…
পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খেজুরী বিধানসভার খেজুরী ১নম্বর ব্লকের কৃষ্ণনগর গ্রামের "প্রয়োজন" গ্রুপের উদ্যোগে স্বেচ্ছায় রক্ত দান শিবির অনুষ্ঠিত হল।এমন সংকট জনক অবস্থায় রক্তের প্রয়োজনীয়তা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের অনুমতিক্রমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অত্যন্ত গভীরভাবে মান্য করে 34 ইউনিট রক্ত সংগ্রহ হয় এই দিন।
উপস্থিত ছিলেন ড.অসীম কুমার মাইতি, স্থানীয় বিধায়ক, প্রধান ও শুভানুধ্যায়ী গন। এছাড়া ও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সন্তু কুমার মাইতি ,সম্পাদক শান্তনু দাস, উদয় শংকর মান্না, শুভ্রনীল মাইতি, কৃষ্ণা জানা, বিভাস জানা ও বাকি সদস্য রা।
এ ও বলা হয় বর্তমান পরিস্থিতিতে রক্তের আকাল মেটাতে ও বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীর কথা ভেবে এই ব্যবস্থা নিয়েছে।
No comments