Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ABPTA -এর মানবিকতার নজির!মাস্ক ও সাবান সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়

সারা দেশ তথা সারা বাংলা আজ করো-না আতঙ্কে আতঙ্কিত। লকডাউনের কবলে সাধারণ মানুষ আজ দুর্বিপাকে। এইরকম পরিস্থিতিতে মানবিকতার নজির গড়ল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, খুকুড়দহ চক্র। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নং ব্ল…


            সারা দেশ তথা সারা বাংলা আজ করো-না আতঙ্কে আতঙ্কিত। লকডাউনের কবলে সাধারণ মানুষ আজ দুর্বিপাকে। এইরকম পরিস্থিতিতে মানবিকতার নজির গড়ল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, খুকুড়দহ চক্র। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নং ব্লকের খুকুড়দহ চক্রের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি(ABPTA) -এর সদস্য সদস্যাগণের আর্থিক সহযোগিতায় ও আন্তরিক উদ্যোগে করো-না কবলিত বাংলার লকডাউন পরিস্থিতিতে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা লক্ষ্য করা গেল।






 ১০ নং পলাশপাই অঞ্চলের আজুড়িয়া, জোতকেশব, পলাশপাই, জয়রামচক এলাকার ৮০টি পরিবারের হাতে মাস্ক ও সাবান সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। চক্র সম্পাদক মাননীয় দেবাশীষ চক্রবর্তী জানিয়েছেন বিগত দিনে ৭ নং খেপুত ও ১১ নং গৌরা অঞ্চলের ১৫০টি পরিবারের প্রতি তাঁরা সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন এবং আগামী দিনে আরো বেশকিছু এলাকায় সমিতির উদ্যোগে সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

No comments