লকডাউনে পশ্চিম মেদিনীপুরে আটকে পড়েছেন চার হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক।জেলা প্রশাসন সূত্রের খবর,এঁদের একাংশ ভিন্ রাজ্যের। আবার একাংশ ভিন্ জেলার।ব্লক এবং শহরগুলির কাছ থেকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা চেয়েছিল জেলা প্র…
লকডাউনে পশ্চিম মেদিনীপুরে আটকে পড়েছেন চার হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক।জেলা প্রশাসন সূত্রের খবর,এঁদের একাংশ ভিন্ রাজ্যের। আবার একাংশ ভিন্ জেলার।ব্লক এবং শহরগুলির কাছ থেকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা চেয়েছিল জেলা প্রশাসন।সোমবার জেলায় সেই তালিকা এসে পৌঁছলো জেলা প্রশাসন দপ্তরে।জেলায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকের একাংশ দুর্দশার মধ্যে রয়েছেন বলে অভিযোগ।

No comments