Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভয় ভাঙল করোনার,কাজ শুরু হলদিয়া বন্দরে

করোনা জট কাটিয়ে অবশেষে কাজ শুরু হল হলদিয়া বন্দরে। সোমবার বন্দর পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ, হলদিয়ার পুরপ্রধান শ্যামলকুমার আদক এবং বন্দর আধিকারিক অভয় মহাপাত্র। জানা গিয়েছে, গোটা বন্দরকে উপযুক্ত প্রক্রি…



করোনা জট কাটিয়ে অবশেষে কাজ শুরু হল হলদিয়া বন্দরে। সোমবার বন্দর পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ, হলদিয়ার পুরপ্রধান শ্যামলকুমার আদক এবং বন্দর আধিকারিক অভয় মহাপাত্র। জানা গিয়েছে, গোটা বন্দরকে উপযুক্ত প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করা হয়েছে, এই আশ্বাস দেওয়ার পরে কাজে যোগ দিতে রাজি হন শ্রমিকরা। ভিডিও দেখতে ক্লিক করুন।






No comments