করোনার সংক্রমণ মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর দমকলবাহিনীও।সংক্রমণ এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে চৈতন্যপুর নবতারা ক্লাব এর উদ্যোগে চৈতন্যপুর বাজার স্যানিটাইজ করা হল বুধবার। দমকলের জলের ট্যাঙ্কে ফিনা…
করোনার সংক্রমণ মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর দমকলবাহিনীও।সংক্রমণ এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে চৈতন্যপুর নবতারা ক্লাব এর উদ্যোগে চৈতন্যপুর বাজার স্যানিটাইজ করা হল বুধবার। দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে স্প্রে করা হল গোটা চৈতন্য পুর সবজি বাজার, মাছ বাজার, মিনি মার্কেট, মান্না মার্কেটসহ বড়বাজার চত্বর। তাছাড়া রাস্তার ধারে বিল্ডিংগুলোতে হোস পাইপের মাধ্যমে স্প্রে করল হলদিয়া দমকল বাহিনী। ভিডিও দেখতে ক্লিক করুন।

No comments