Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পথ কুকুর, বিড়াল দের পাশে উইকেয়ার

জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর
এই বানীকে স্মরণ করে পথ কুকুর, বিড়াল দের পাশে উইকেয়ার।
করোনা আতঙ্কে লক ডাউনের পরিস্থিতি তে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যাই হোক দুটো অন্ন, এই পরিস্থিতি তে না খেয়ে অস্তিত্ব বিপন্ন পথ কুকুর…





জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর
এই বানীকে স্মরণ করে পথ কুকুর, বিড়াল দের পাশে উইকেয়ার।
করোনা আতঙ্কে লক ডাউনের পরিস্থিতি তে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যাই হোক দুটো অন্ন, এই পরিস্থিতি তে না খেয়ে অস্তিত্ব বিপন্ন পথ কুকুর ,বিড়াল দের। খাওয়ার খেতে না পেরে হিংস্র হয়ে উঠছে তারা, হয়ে উঠছে আক্রমনাত্মক।
আজ উইকেয়ার র পরিবারের থেকে ওদের খাওয়ার ব্যবস্থা করা হয় এগরার বিভিন্ন প্রান্তে ।
উই কেয়ার পরিবারের সদস্য রা  ডিম, মাংস,সয়াবিন সহযোগে তৈরী করে ওদের জন্য খিচুড়ি এবং পরম স্নেহে আজ ওদের মুখে খাদ্য তুলে দেয়। প্রায় ১০০ টি পথ কুকুরের জন্য খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। উইকেয়ার পরিবারের সৈনিক দের এই পদক্ষেপ সমাজের কাছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।

No comments