মদ বিক্রি করতে গিয়ে ভূপতিনগর থানার পুলিশের হাতে সোমবার ধরা পড়লেন এক দম্পতি।ধৃতের নাম সুকেশ পাল ও তার স্ত্রী ননী পাল।জানা গিয়েছে,লকডাউনের মাঝে বাড়িতে চোলাই মদ রেখে তা চড়া দামে বিক্রি করছিল ওই দম্পতি।এই ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযা…
মদ বিক্রি করতে গিয়ে ভূপতিনগর থানার পুলিশের হাতে সোমবার ধরা পড়লেন এক দম্পতি।ধৃতের নাম সুকেশ পাল ও তার স্ত্রী ননী পাল।জানা গিয়েছে,লকডাউনের মাঝে বাড়িতে চোলাই মদ রেখে তা চড়া দামে বিক্রি করছিল ওই দম্পতি।এই ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েক লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে।পাশাপাশি ওই দম্পতিকে গ্ৰেপ্তার করে।
No comments