নন্দকুমার থানার বাসুদেবপুর মধ্যমপল্লী এলাকার 170 নম্বর বুথে 149 নম্বর আইসিডিএস সেন্টার এ কম পরিমান চাল, ডাল, আলু দেওয়া নিয়ে উত্তেজনা। আইসিডিএস শিক্ষিকা শুক্লা pattanayek কে সেন্টার এর ভিতর আটকে চাবিতালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসী …
নন্দকুমার থানার বাসুদেবপুর মধ্যমপল্লী এলাকার 170 নম্বর বুথে 149 নম্বর আইসিডিএস সেন্টার এ কম পরিমান চাল, ডাল, আলু দেওয়া নিয়ে উত্তেজনা। আইসিডিএস শিক্ষিকা শুক্লা pattanayek কে সেন্টার এর ভিতর আটকে চাবিতালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসী দের। এলাকা বাসী দের অভিযোগ অভিযুক্ত শিক্ষিকা কয়েকদিন আগে গ্রামবাসী দের জানায় এই আইসিডিএস সেন্টার থেকে 2 কেজি চাল, 2 কেজি আলু, 300 গ্রাম ডাল প্রত্যেক ছাত্রছাত্রী ও গর্ভবতী মায়েদের দেওয়া হবে । সেই মতো আইসিডিএস সেন্টার এ একে একে হাজির পরিবারগুলি । কিন্তু দেখা যায় যে চাল, ডাল,আলু দেওয়া হয় প্রত্যেক প্যাকেট এই ধার্য থেকে কম পরিমান দেওয়া হয়েছে। গ্রামবাসী রা বাড়ি গিয়ে ওজন করেও দেখেন কম। এরপর ওই চাল, ডাল, আলু ওই আইসিডিএস সেন্টার এ এনে ওজন করলেও কম পরিমান দেওয়া হয়েছে। এরপর ওই শিক্ষিকার কাছে গ্রামবাসী রা জানতে গেলে গ্রামবাসী দের ওপর চড়াও হয় শিক্ষিকা। গ্রামবাসী দের হুমকি ও দেওয়া হয়। এরপর ক্ষিপ্ত গ্রামবাসী ওই শিক্ষিকা কে টেনে হিঁচড়ে সেন্টার এর ভিতর ঢুকিয়ে চাবিতালা আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নন্দকুমার থানার পুলিশ। গ্রামবাসী দের থেকে সব জেনে ওই শিক্ষিকা কে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments