Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জনতা কার্ফু তে স্তব্ধ জেলার সদরঘাট মেচেদা

করোনাভাইরাস যেরে গটা ভারতবর্ষজুড়ে আজ জনতা কার্ফু। পূর্ব মেদিনীপুর জেলার মেনগেট বললে বোঝা যায় মেচেদা কে। মেচেদা থেকে বিভিন্ন জেলার যাতায়াতের পথ রয়েছে। গোটা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ মেচেদার উপর দিয়েই বিভিন্ন জায়গায় কর্মস…




করোনাভাইরাস যেরে গটা ভারতবর্ষজুড়ে আজ জনতা কার্ফু। পূর্ব মেদিনীপুর জেলার মেনগেট বললে বোঝা যায় মেচেদা কে। মেচেদা থেকে বিভিন্ন জেলার যাতায়াতের পথ রয়েছে। গোটা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ মেচেদার উপর দিয়েই বিভিন্ন জায়গায় কর্মসূত্রে যাতায়াত করেন। প্রতহ দিন যেখানে কয়েক হাজার হাজার মানুষ যাতায়াত করেন। আর সেই জায়গায় পুরোটাই শুনশান। পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা বাস স্ট্যান্ড পুরোটাই ফাঁকা। যেখানে পুরো জেলার মানুষ যাতায়াত করেন আজ সেখানে সরকারি বাস ছাড়া বেসরকারি কোন বাসি দেখা নেই। মেচেদা রেল স্টেশন জেলার মধ্যে গুরুত্বপূর্ণ। অন্য দিন যেখানে কয়েক হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য লোকাল এবং দূরপাল্লার ট্রেন ধরেন আজ পুরোপুরি জনহীন। একের পর এক দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন। খড়গপুর হাওড়া রেল লাইনে প্রতিনিয়ত কয়েকশো লোকাল এবং দূরপাল্লার ট্রেন যাকাত করেন। আজ পুরোপুরি ফাঁকা। nh6 এবং nh41 2 জাতীয় সড়কে খুব কম সরকারি বাস দেখা গেল কোন,বেসরকারি যানবাহন দেখা যায় না আজ। জনতার কারফিউ তে পুরোপুরিভাবে স্তব্ধ জেলা এককথায় বলা যায় জনহীন রেড পথ থেকে শুরু করে সড়ক পথ।


No comments