S I R প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫ দফা দাবীতে জেলা শাসকের নিকট এস ইউ সি আই (কমিউনিস্ট)'র ডেপুটেশনঅহেতুক হয়রানি অবিলম্বে বন্ধ,হয়রানির কারণে মৃত ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ সহ ৫ দফা দাবীতে জেলা শাসকের নি…
S I R প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫ দফা দাবীতে জেলা শাসকের নিকট এস ইউ সি আই (কমিউনিস্ট)'র ডেপুটেশন
অহেতুক হয়রানি অবিলম্বে বন্ধ,হয়রানির কারণে মৃত ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ সহ ৫ দফা দাবীতে জেলা শাসকের নিকট এস ইউ সি আই (কমিউনিস্ট)'র ডেপুটেশন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী(এস.আই.আর.)প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অহেতুক হয়রানি অবিলম্বে বন্ধ,হয়রানির কারণে মৃত ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ সহ ৫ দফা দাবীতে এস ইউ সি আই (কমিউনিস্ট)'র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রনব মাইতি,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,জেলা কমিটির সদস্য অরুন জানা,অনুপ মাইতি প্রমুখ। জেলাশাসকের অনুপস্থিতিতে ও.সি.(ইলেকশন) অনিরুদ্ধ নন্দী স্মারকলিপি গ্রহণ করেন।
দাবীগুলি হল-
১) লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অহেতুক হয়রানি অবিলম্বে বন্ধ ২) বৃদ্ধ-অসুস্থ-মহিলা সহ গরীব মানুষ,আদিবাসী ও সংখ্যালঘুদের সীমাহীন হেনস্থা ও মৃত্যুস্রোত অবিলম্বে বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ৩) বয়স্ক ও অসুস্থদের বাড়িতে গিয়েই সমস্যার সমাধান
৪) কমিশনের ভুলের কারণে যেসব সমস্যা হচ্ছে তার সমাধান ৫) এস আই আর এর হয়রানির কারণে মৃত ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান প্রভৃতি।
দলের অভিযোগ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অসুস্থ-বৃদ্ধ সহ সর্বস্তরের মানুষকে দীর্ঘ পথ অতিক্রম করে বিডিও অফিসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকে অসুস্থ হচ্ছেন। কেউ কেউ এই চাপ সহ্য না করতে পারে মারাও যাচ্ছেন। বিশেষ করে আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হেনস্তার শিকার হতে হচ্ছে বেশি করে। নাম বা পদবীর সামান্য ভুলের কারণে,মা-বাবার সাথে ছেলের বয়সের পার্থক্যের কারণ দেখিয়ে,ছয় সন্তানের অধিক পিতা-মাতা হলে ইত্যাদি এই ধরনের সামান্য/সামান্য কারণে মানুষকে রুটি-রুজি,কাজ-কারবার বন্ধ করে ছুটতে হচ্ছে। এছাড়াও নির্বাচন কমিশনের ভুলের কারণে যেসব সমস্যা তার জন্যও সাধারণ মানুষকে এমনকি বয়স্কদেরও হয়রান হয়ে বিডিও অফিস পর্যন্ত ছুটতে হচ্ছে। যে সমস্যাগুলো কমিশন নিজেই বা বি.এল.ও.রাই সমাধান করে দিতে পারে। ভোটারদের বাড়িতে গিয়ে বা বুথে গিয়েও বহু সমস্যার সমাধান করা যায়। তা না করে মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে।

No comments