Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সহ শহর এলাকার আবর্জনা অবিলম্বে অপসারণ,সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দ্রুত পূর্ণাঙ্গ রূপায়ণ ও ভ্যাট নির্মাণের দাবীতে স্মারকলিপি

মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সহ শহর এলাকার আবর্জনা অবিলম্বে অপসারণ,সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দ্রুত পূর্ণাঙ্গ রূপায়ণ ও ভ্যাট নির্মাণের দাবীতে স্মারকলিপি সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা কেন্…

 


মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সহ শহর এলাকার আবর্জনা অবিলম্বে অপসারণ,সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দ্রুত পূর্ণাঙ্গ রূপায়ণ ও ভ্যাট নির্মাণের দাবীতে স্মারকলিপি 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সহ শহর এলাকার আবর্জনা অবিলম্বে অপসারণ,সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দ্রুত পূর্ণাঙ্গ রূপায়ণ ও ভ্যাট নির্মাণের দাবীতে আজ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তমলুকের মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়া হয়। 

কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন,পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদা স্টেশন। ওই স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের ভেতরকার আবর্জনা বেশ কয়েকদিন ধরে পরিষ্কার না হওয়ায়, বাসস্ট্যান্ডের ভেতরে আবর্জনা ও জঞ্জালের স্তুপ জমে রয়েছে। ফলস্বরূপ ওই জঞ্জাল থেকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে,পাশাপাশি গোটা এলাকার পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে,যে শ্রমিকেরা ওই আবর্জনা সরানোর কাজে যুক্ত রয়েছে, তাদের বেতন না বাড়ানোর ফলে তারা কয়েকদিন কাজ করছে না। সেজন্যে ওই বিপত্তি হয়েছে। মহকুমার পরিবহন দপ্তর সূত্রে জানা যায়,বাসস্ট্রান্ডের ইজারা প্রাপক গত ১লা জানুয়ারী,২০২৬ থেকে বাসস্ট্যান্ডের গাড়ী ঢোকানোর পার্কিং ফি বাড়িয়েছেন। যদিও তা এখনো চালু হয়নি বলে জানা গেছে। 

অন্যদিকে জাতীয় সড়কের দু'ধারে আবর্জনা সহ মেচেদা-বাপুর খাল সংলগ্ন এলাকায় আবর্জনা ফেলানোর সমস্যা তো রয়েছেই। 

           এমতাবস্থায় যাহাতে বাসস্ট্যান্ডের ভিতরকার আবর্জনা দ্রুত সারানোর বন্দোবস্ত সহ মেচেদা শহর এলাকার আবর্জনা সংক্রান্ত সমস্যার সমাধানে দ্রুত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ সহ একটি ভ্যাট নির্মাণ করা যায়,সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে আজ মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে বাসস্ট্যান্ডের ভেতরে জমে থাকা আবর্জনায় আজ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। 



No comments