আশাকর্মীদের গতকালকের স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচিতে পুলিশি অত্যাচারের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে ধিক্কার দিবস সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অস্বাভাবিক কাজের বোঝা চাপানোর প্রতিবাদে,চার মাসের ইন্সেন্টিভ এব…
আশাকর্মীদের গতকালকের স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচিতে পুলিশি অত্যাচারের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে ধিক্কার দিবস
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অস্বাভাবিক কাজের বোঝা চাপানোর প্রতিবাদে,চার মাসের ইন্সেন্টিভ এবং এক বছরের পি.এল.আই.এর টাকা না পাওয়া,মাসিক ভাতা ১৫,০০০ ও কর্মরত অবস্থায় আশাকর্মী মারা গেলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ আশাকর্মীদের বিভিন্ন দাবীতে গত ২৩ শে ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এ আই ইউ টি ইউ সি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আশাকর্মীদের কর্মবিরতি চলছে। গতকাল ২১ শে জানুয়ারী কর্মবিররতির ২৮ তম দিনে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরুলে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশাকর্মীদের গাড়ি আটকে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন স্টেশনে না উঠতে না দেওয়া সহ বিভিন্নভাবে হয়রানি করা হয়। জেলার খেজুরী ২ ব্লকের গাড়ি আটকে দিয়ে পুলিশ লাঠিচার্জ করে। ওই ব্লকের সম্পাদিকা অতসী দাসের স্বামী সুব্রত দাসের মাথা ফাটিয়ে দেয়। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ওই ব্লকের আশাকর্মীরা এর প্রতিবাদে খেজুরি থানায় বিক্ষোভ দেখায়। পাঁশকুড়া ও মেচেদাতে আশাকর্মীদের ট্রেনে উঠতে না দিয়ে তাদের টেনে হিজরে আঘাত করে জি আর পি এফ অফিসে আটক রাখা হয়। পাঁশকুড়া স্টেশনে আশাকর্মী যমুনা মাজীর চশমা ভেঙে দেওয়া হয় ও ব্যাগ ছিঁড়ে দেওয়া হয়। যমুনা মাজী অসুস্থ হয়ে যায়। এভাবেই রাজ্য জুড়ে আশাকর্মীদের ওপর পুলিশ নির্মমভাবে নির্যাতন চালিয়ে স্বাস্থ্য ভবনে যেতে বাধা দিয়েছে। বিনা কারণে আশাকর্মীদের কেস দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যজুড়ে আজ ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে আজ পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক শহরে,রামনগরে, কাঁথিতে এবং পটাশপুরে ধিক্কার দিবস পালন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা যুগ্ম সম্পাদিকা মানসী দাস ও সভানেত্রী শ্রাবন্তী মণ্ডল,জেলা সহ সভানেত্রী ঝুমা মাইতি,লক্ষ্মী সাহু এবং এ আই ইউ টি ইউ সি র সর্বভারতীয় কমিটির সদস্য জ্ঞানানন্দ রায়।

No comments