Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের বার্ষিক পাঠ্যপুস্তক,পাঠ্যসামগ্রী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের বার্ষিক পাঠ্যপুস্তক,পাঠ্যসামগ্রী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:            ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট ও মেদিনীপুর জেলা বিদ্যাসাগর স্মরণ সমিতির উ…

 



ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের বার্ষিক পাঠ্যপুস্তক,পাঠ্যসামগ্রী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: 

           ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট ও মেদিনীপুর জেলা বিদ্যাসাগর স্মরণ সমিতির উদ্যোগে আজ মেচেদাস্থিত বিদ্যাসাগর গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে বার্ষিক পাঠ্যপুস্তক,পাঠ্যসামগ্রী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট সদস্য গনেন রায়। অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণা সী, ট্রাস্টের সভাপতি হীরেন্দ্রনাথ জানা, ট্রাস্টের সম্পাদক মানব বেরা, অধ্যাপিকা ডঃ দীপ্তি মাইতি,ডাঃ মেহেতাব আলী,রামকো সিমেন্ট লিমিটেডের অনুপম মিত্র ও বিজেশ প্রামানিক,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ডঃ কিশলয় পড়িয়া প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে প্রারম্ভিক বক্তব্য রাখেন ট্রাস্ট সদস্য অধ্যাপিকা অনুরূপা দাস। অনুষ্ঠান থেকে প্রয়াত রঞ্জিত কান্ডার,প্রয়াত দিপালী ভৌমিক,প্রয়াত তৃপ্তি বসু স্মৃতি বৃত্তি,প্রয়াত চন্দ্রনাথ মহাপাত্র স্মৃতি বৃত্তি ও অশোক হাজরা সৌজন্য বৃত্তি ও পাঠ্যপুস্তক ৩৫ জনকে দেওয়া হয়। এবং চার শতাধিক দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যসামগ্রী দেওয়া হয়।

           দ্বিতীয় পর্যায়ে "সরকারি শিক্ষাব্যবস্থায় মানুষের আস্থা কমেছে কি কারনে?" এই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন,বাগনান কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডঃ দীপ্তি মাইতি,ডাঃ মেহেতাব আলী। অনুষ্ঠানে "শরৎচন্দ্র স্মরি তোমা বারে বারে" শীর্ষক গীতিআলেখ্য পরিবেশিত হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ বিশ্বনাথ পড়িয়া।  

  


No comments