Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়ায় ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে কি বার্তা দিলেন ম্যানেজিং ডাইরেক্টর জয়সিংহ আম্মুর

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়ায় ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে কি বার্তা দিলেন ম্যানেজিং ডাইরেক্টর জয়সিংহ আম্মুরহলদিয়া বন্দর গড়ে উঠেছিল প্রথমে ৬৮ খানা মৌজা অধিগ্রহণের মধ্য দিয়ে। ১৯৫৯ সালের ১লা নভেম্বর এ্যাঙ্কারেজে এসেছিল জ…

 



 ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়ায় ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে কি বার্তা দিলেন ম্যানেজিং ডাইরেক্টর জয়সিংহ আম্মুর

হলদিয়া বন্দর গড়ে উঠেছিল প্রথমে ৬৮ খানা মৌজা অধিগ্রহণের মধ্য দিয়ে। ১৯৫৯ সালের ১লা নভেম্বর এ্যাঙ্কারেজে এসেছিল জাহাজ। প্রথম পণ্য উঠানামার কাজ শুরু হয়েছিল। 

তারপর থেকেই বন্দরের পথচলা শুরু হয়। শিল্প শহর হলদিয়া সেই হলদিয়া কেবলমাত্র বন্দর কেন্দ্রিক শিল্প সংস্থা গড়ে উঠেছে।আজ ২৬ শে জানুয়ারি যথোচিত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে হলদিয়া ডক কমপ্লেক্সে ৭৭তম প্রজাতন্ত্র দিবস নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। বন্দরের নিজস্ব স্টেডিয়ামে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন বন্দরের ম্যানেজিং ডাইরেক্টর জয়সিংহ আম্মুর। 

 তিনি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা রক্ষী বাহিনী (সিআইএসএফ), বন্দরের সুরক্ষা বাহিনী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রদর্শিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। ওড়ানো হয় শান্তির দূত পায়রা ও ত্রিবর্ণ রঞ্জিত বেলুন।  বিদ্যালয়ের শিশুরা দেশাত্মবোধক সংগীতের সঙ্গে নাচ পরিবেশন করে। উপস্থিত ছিলেন বন্দরের উচ্চ পদস্থ আধিকারিক, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ব, সংস্থার কর্মী ও তাঁদের পরিবারের সদস্য ও সদস্যবৃন্দ।

No comments