২০২৭ হলদিয়া বইমেলার দিন ঘোষণা করেই সমাপ্ত হলো চতুর্থ বর্ষের বইমেলাহলদিয়া বইমেলা গত ২রা জানুয়ারি থেকে শুরু হয়েছিল ৮ জানুয়ারি পর্যন্ত। চতুর্থ বর্ষের বইমেলা সমাপ্ত হলো ৮ই জানুয়ারি হলদিয়া মাখন বাবুর বাজার মহানা মার্কেটে। তবে আ…
২০২৭ হলদিয়া বইমেলার দিন ঘোষণা করেই সমাপ্ত হলো চতুর্থ বর্ষের বইমেলা
হলদিয়া বইমেলা গত ২রা জানুয়ারি থেকে শুরু হয়েছিল ৮ জানুয়ারি পর্যন্ত। চতুর্থ বর্ষের বইমেলা সমাপ্ত হলো ৮ই জানুয়ারি হলদিয়া মাখন বাবুর বাজার মহানা মার্কেটে। তবে আগামী ২০২৭ বর্ষে বইমেলা দিন ঘোষণা করেই চতুর্থ বর্ষের বইমেলার সমাপ্তি ঘোষনা করলো । কলকাতা থেকে বিভিন্ন জেলার দূর-দূরান্ত থেকে বিপুল উদ্দীপনা নিয়ে বই স্টল, হলদিয়া পৌরসভা স্বনির্ভর গোষ্ঠী হস্তশিল্পীরা এসেছিলেন। এবারে তাদের বইমেলায় বিক্রি ভালো হয়েছে হস্তশিল্প মেলার। তবে তারা স্বীকার করে নিলেন এই সময়ে বইমেলার করার উপযুক্ত সময় শীতকালে মেলা হলে মানুষজন ভালো আসেন আর সে কথা ভেবেই হলদিয়া বইমেলা আগামীকাল ২০২৭ অর্থবর্ষে আগামী ৪ ই জানুয়ারি থেকে বইমেলা দিন ঘোষণা করলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন মেলার কমিটির সম্পাদক সুবিমল দাস।
No comments