মহান লেনিনের ১০২ তম মৃত্যুবার্ষিকী স্মরণ সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :সোভিয়েত রাশিয়ার মহান সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার লেনিনের ১০২ তম মৃত্যুবার্ষিকীতে আজ ২১শে জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক-কাঁথি-পাঁশকুড়া-মেছেদা-নোনা…
মহান লেনিনের ১০২ তম মৃত্যুবার্ষিকী স্মরণ
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :সোভিয়েত রাশিয়ার মহান সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার লেনিনের ১০২ তম মৃত্যুবার্ষিকীতে আজ ২১শে জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক-কাঁথি-পাঁশকুড়া-মেছেদা-নোনাকুড়ি-ময়না সহ জেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। দলের উত্তর সংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রনব মাইতি জানান,লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান,লেনিন রচনাবলী থেকে পাঠ,আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সভাগুলিতে নেতৃবৃন্দরা পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, পুঁজিবাদ-সাম্রাজ্যবাদী শাসনে দেশের শোষিত মানুষ জর্জরিত। শ্রমিক-কৃষক-মেহনতী মানুষদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিপ্লবী আন্দোলনকে শক্তিশালী করে আগামী দিনে পুঁজিবাদী শোষণের অবসান ঘটাতে হবে।

No comments