Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু একাধিক জখম

ঘোষের মোড়ের কাছে রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম একাধিক

রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু একাধিক জখমরাজ্য সড়কে বাস ও বাইকে সংঘর্ষে তিনজনের মৃত্যু জখম একাধিক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া সুতাহাটা …

 


ঘোষের মোড়ের কাছে রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম একাধিক



রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু একাধিক জখম

রাজ্য সড়কে বাস ও বাইকে সংঘর্ষে তিনজনের মৃত্যু জখম একাধিক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া সুতাহাটা থানার ঘোষের মোড় এলাকায়। সূত্রে জানা যায়, বালুঘাটা কুকড়াহাটি রোডে এই দুর্ঘটনায় তিনজন বাইক আরোহী মৃত্যু হয়েছে। বাস ও বাইকের সংঘর্ষে তিনজনের মৃত্যু । জানা যায় একই পরিবারের তিনজনের মৃত্যুটি ঘটেছে। তাদেরই পরিবারের এক ছেলে গত ১৭ দিন আগেই স্টোকেই মারা গেছেন সেই শোক সন্তপ্ত পরিবার তিনজন একইসঙ্গে বেরিয়েছিলেন। পথেই ঘটে গেল দুর্ঘটনা। হলদিয়া সুতাহাটা থানার ঘোষের মোড় এলাকায় বালুঘাটা থেকে কুকড়াহাটি রোডে যাওয়ার সময় দোলপোতা অঞ্চল এবং ঘোষের মোড়ের সংলগ্ন যে কালভার্ট রয়েছে কালভার্ট এর কাছেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে জল সাপ্লাইয়ে পিলারে গিয়ে ধাক্কা মারে। চৈতন্যপুর থেকে হলদিয়া ব্রজলাল চক দিকে আসা একই পরিবারের তিনজন মোটরবাইক আরোহী কে ধাক্কা মারে বাসটি। সূত্রে জানাজায় মৃত তিনজন হলেন অরুপ মন্ডল (৫২), তৃপ্তি মন্ডল( ৪২) ,এবং সুজিতা মন্ডল (১৩ )সকলের বাড়ি সুতাহাটা থানার অন্তর্গত কৃষ্ণনগরে। এছাড়াও  জখম হয়েছেন প্রায় ১৫ জন। এলাকার মানুষের তৎপরতা সকলকে হলদিয়া মহকুমার হাসপাতালে ভর্তি করা হয় পরে গুরুতর জখম আশঙ্কাজনক অবস্থায় দশ জনকে তমলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি জনের হলদিয়া মহকমার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন এসডিপিও অরিন্দম অধিকারী, মহকুমার হাসপাতালে আসেন পূর্ব মেদিনীপুর জেলার ডিএম ঋষিন ইসমাইল।

 তাদের পরিবারের সঙ্গে মিলিত হলেন এবং সৎকারের জন্য পৌঁছে গেলেন হলদিয়ার ভূমিপুত্র প্রদীপ বিজলী তিনি কি জানালেন। এবং সাংবাদিক বৈঠক করে জানালেন জেলা শাসক ঋষিন ইসমাইল, ছিলেন বিধায়ক তাপসী মন্ডল হলদিয়ার এসডি ও তথা পৌর প্রশাসক তীর্থঙ্কর বিশ্বাস ।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুকড়াহাটি মুখী বাসটি আজ শনিবার সকাল ১০ঃ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। বাসের স্টিয়ারিং কেটে গিয়েছিল বলে অভিযোগ ওই সময় বাসটি নিরন্তর হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে এরপর বাসটি ওই বাইকটিকে টেনে নিয়ে যায় বেশ কিছুটা তারপর রাস্তার পাশে জলের পাইপ লাইনে একটি কংক্রিটের পিলারে বাইকটিকে পিসে দেয়। ঘটনাস্থলে একই পরিবারের তিনজনের বাইক আরোহীর মৃত্যু হয় পাশাপাশি বাসটি পিলারে ধাক্কা মারায় বাসযাত্রী সহ ড্রাইভার গুরুতর জখম হয়।





No comments