৫০ তম প্রতিষ্ঠা দিবসে হলদিয়ায় মোটর বাইক র্যালিভারতীয় কোস্টগার্ডের ৫০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে অংশ হিসেবে কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট হেডকোয়াটার এইট লদিয়ার পক্ষ থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। কুড়ি জানুয়ারি ২০২৬ তারি…
৫০ তম প্রতিষ্ঠা দিবসে হলদিয়ায় মোটর বাইক র্যালি
ভারতীয় কোস্টগার্ডের ৫০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে অংশ হিসেবে কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট হেডকোয়াটার এইট লদিয়ার পক্ষ থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। কুড়ি জানুয়ারি ২০২৬ তারিখে আই সি জি এস অমৃত কৌর এটির পরিচালনা করে।
হলদিয়া পিআরসেল থেকে আনুষ্ঠানিকভাবে র্যালিটির সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড আইওসিএল রিফাইনারি কার্য নির্বাহী পরিচালক এস কে দাস এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কমান্ডার ডিআইজি আনোয়ার খান টি এম এবং ভারতীয় কোস্ট গার্ডের অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ। কোস্টগার্ড সূত্রের খবর ৩৫ জন বাইক আরোহী অংশগ্রহণে বাইক র্যালিটি ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে। ১লা ফেব্রুয়ারি ১৯৭৮ সালের প্রতিষ্ঠার পর থেকেই ভারতীয় কোস্ট গার্ডের ৫ দশকের নিবেদিত সেবায় প্রতি শ্রদ্ধা জানাতে এই র্যালিটি আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি ভারতীয় কোস্টগার্ড সুবর্ণজয়ন্তী বর্ষের দেশব্যাপী আয়োজিত ধারাবাহিক স্মরণীয় ও কার্যক্রমে একটি অংশ ছিল যার লক্ষ্য ছিল জনসচেতনতা বৃদ্ধি করা এবং উপকূলীয় সম্প্রদায়ের সাথে সম্পর্ক জোরদার করা এই র্যালিটি ভারতীয় কোস্ট গার্ডের শৃঙ্খলা সৌহার্দ্য এবং প্রতিশ্রুতির মত মূল মূল্যবোধ কে প্রতিফলিত করেছে।
No comments