শিমুল বেড়িয়া সরস্বতী বন্দনা দুষ্কৃতীদের হামলা ঘটনাস্থলে পুলিশ কি জানালেন- প্রদীপশিমুল বেড়িয়া আকাশগঙ্গা ক্লাবের উদ্যোগে সরস্বতী বন্দনা শুরু হয়েছিল সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এলাকার দুঃস্থ মানুষদের শীতের পোশাক ব…
শিমুল বেড়িয়া সরস্বতী বন্দনা দুষ্কৃতীদের হামলা ঘটনাস্থলে পুলিশ কি জানালেন- প্রদীপ
শিমুল বেড়িয়া আকাশগঙ্গা ক্লাবের উদ্যোগে সরস্বতী বন্দনা শুরু হয়েছিল সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এলাকার দুঃস্থ মানুষদের শীতের পোশাক বিতরণ, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সামগ্রী এছাড়াও সকাল থেকে চলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যে নামতেই ঘটে গেল বিপত্তি একদল অচেনা যুবক এসে পুজো কমিটির সদস্যদের মারধর করে তারই ফলেই প্রায় ৫ জনকে স্থানীয় হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় একজনকে কলিকাতা স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় সুতাহাটা থানার পুলিশ দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথা প্রশাসন জানালেন ।ওই এলাকার গ্রামের সম্পাদক কি জানালেন এবং তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী কি বললেন।
No comments