Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস আই আর এর নামে চরম হয়রানির বিরুদ্ধে তমলুকে বিক্ষোভ মিছিল

এস আই আর এর নামে চরম হয়রানির বিরুদ্ধে তমলুকে বিক্ষোভ মিছিল এসইউসিআই (কমিউনিস্ট) দলের সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এস আই আর এর নামে ধর্মীয় বিভাজন সৃষ্টির চক্রান্ত বন্ধ করার দাবীতে,গরিব আদিবাসী সংখ্যালঘু সহ সাধারণ মানুষের চরম …

 




এস আই আর এর নামে চরম হয়রানির বিরুদ্ধে তমলুকে বিক্ষোভ মিছিল এসইউসিআই (কমিউনিস্ট) দলের 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এস আই আর এর নামে ধর্মীয় বিভাজন সৃষ্টির চক্রান্ত বন্ধ করার দাবীতে,গরিব আদিবাসী সংখ্যালঘু সহ সাধারণ মানুষের চরম হয়রানির প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে আজ ২২ জানুয়ারি তমলুক শহরে বিক্ষোভ মিছিল হয়। দলের কর্মীরা তমলুক হাসপাতাল মোড় থেকে মিছিল করে মানিকতলায় রাস্তা আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে যানবাহন থমকে গেলে সাধারণ মানুষ গাড়ি থেকে নেমে এসে বিক্ষোভে যোগদান করেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রদীপ দাস প্রমূখ। 

প্রণববাবু জানান,এই অগণতান্ত্রিক এস আই আর অবিলম্বে বাতিল করতে হবে,হয়রানি বন্ধ করতে হবে,কোন নাগরিকের নামই বাদ দেওয়া চলবে না, এস আই আর এ মৃতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিতে দলের আন্দোলন চলবে।



No comments