Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচি বানচাল করতে জেলা জুড়ে আশাকর্মীদের ট্রেনে- বাসে উঠতে না দিয়ে বাধা দান

আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচি বানচাল করতে জেলা জুড়ে আশাকর্মীদের ট্রেনে- বাসে উঠতে না দিয়ে বাধা দান।প্রতিবাদে জেলাশাসক অফিসে বিক্ষোভ/অবরোধ ও আরপিএফ অফিসে অবস্থান আন্দোলন।সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  অস্বাভাবিক কা…

 



আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচি বানচাল করতে জেলা জুড়ে আশাকর্মীদের ট্রেনে- বাসে উঠতে না দিয়ে বাধা দান।প্রতিবাদে জেলাশাসক অফিসে বিক্ষোভ/অবরোধ ও আরপিএফ অফিসে অবস্থান আন্দোলন।

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:

  অস্বাভাবিক কাজের বোঝা চাপানোর প্রতিবাদে,চার মাসের ইন্সেন্টিভ এবং গত এক বছরের পি.এল.আই.এর বকেয়া টাকা প্রদান,মাসিক ভাতা ১৫ হাজার,কর্মরত অবস্থায় আশাকর্মী মারা গেলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ আশাকর্মীদের বিভিন্ন  দাবীতে গত ২৩ শে ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আশাকর্মীদের কর্মবিরতি চলছে। আজ ২১ শে জানুয়ারী কর্মবিররতির ২৮ তম দিন। গত ৭ ই জানুয়ারী স্বাস্থ্য ভবন অভিযানে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা আজ ২১ শে জানুয়ারী পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃবৃন্দকে ডেকেছিলেন। সেই কারণে গোটা রাজ্যব্যাপী ইউনিয়নের নেতৃত্বে সমস্ত আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আশাকর্মীদের গাড়ি আটকে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন স্টেশনে না উঠতে দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-২ ব্লকের  গাড়ি আটকে দিয়ে পুলিশ লাঠিচার্জ করে। ওই ব্লকের সম্পাদিকা অতসী দাসের স্বামী সুব্রত দাসের মাথা ফাটিয়ে দেয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ব্লকের আশাকর্মীরা এর প্রতিবাদে খেজুরি থানায় বিক্ষোভ দেখায়। পাঁশকুড়া ও মেচেদাতে আশা কর্মীদের ট্রেনে উঠতে না দিয়ে তাদের টেনে-হিজরে আঘাত করে জি আর পি এফ অফিসে আটক করে রাখা হয়। পাঁশকুড়া স্টেশনে আশাকর্মী যমুনা মাজীর চশমা ভেঙে দেওয়া হয় ও ব্যাগ ছিঁড়ে দেওয়া হয়।যমুনা মাজী অসুস্থ হয়ে যায়। এর প্রতিবাদে পাঁশকুড়া ও মেচেদতে জি আর পি এফ অফিসে বিক্ষোভ দেখানো হয়। এছাড়াও জেলার বিভিন্ন জায়গার আশাকর্মীদের আটকে রাখার প্রতিবাদে আশাকর্মীরা নিমতৌড়িতে জেলাশাসক অফিসে বিক্ষোভ দেখায়।পরে জেলাশাসকের কাছে চার দফা দাবিতে স্মারকলিপি জমা দেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা ইতি মাইতি ও মানসী দাস। কার্যকরী কমিটির সদস্যা সুদেষ্ণা দাস প্রমূখ।

পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সভানেত্রী শ্রাবন্তী মন্ডল বলেন,এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে দাবি আদায় না হওয়া পর্যন্ত আরো বৃহত্তর আন্দোলন হবে।



No comments