Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাষ্ট্রায়াত্ত সংস্থার ৫০ বছর পূর্তি উৎসবে নৌকা বাইচ প্রতিযোগিতা

হলদিয়া রিফাইনারি রাষ্ট্রায়াত্ত সংস্থার ৫০ বছর পূর্তি উৎসবে নৌকা বাইচ প্রতিযোগিতা হলদি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। হলদিয়া থেকে কেন্দেমারী হয়ে হলদিয়াতে শেষ হয় মোট তিন কিলোমিটার নদীপথে এই প্রতিযোগিতা  হয়।উপস্থিত ছিলেন উপ…

 



হলদিয়া রিফাইনারি রাষ্ট্রায়াত্ত সংস্থার ৫০ বছর পূর্তি উৎসবে নৌকা বাইচ প্রতিযোগিতা 

হলদি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। হলদিয়া থেকে কেন্দেমারী হয়ে হলদিয়াতে শেষ হয় মোট তিন কিলোমিটার নদীপথে এই প্রতিযোগিতা  হয়।

উপস্থিত ছিলেন উপকূল রক্ষী বাহিনীর ডিআইজি আনোয়ার খান, হলদিয়া রিফাইনারি প্ল্যান হেড অতনু সান্যাল রিফাইনারি টেকনিক্যাল সুশান্ত কুমার দাস প্রমূখ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বিকাশ প্রামাণিক ৮ মিনিট ৪৭ সেকেন্ড দ্বিতীয় হয়েছে তাপস পড়ুয়া দশ মিনিট দশ সেকেন্ড।  তৃতীয় হয়েছেন চন্দন চেড় ,এগারো মিনিট পাঁচ সেকেন্ড । মোট ১৫টি নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন প্রতিটি নৌকাতে পাঁচজন। এই প্রতিযোগিতা দেখার জন্য হলদি নদীর তীরে উপস্থিত হন বহু মানুষজন।

No comments